ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কল্পলোকে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, মে ৬, ২০২৫
কল্পলোকে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের স্কুল-কলেজের জায়গা দখলমুক্ত করে সরকারি স্কুল-কলেজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাসিন্দারা।  

মঙ্গলবার (৬ মে) সকালে নগরের কল্পলোকের খেলার মাঠের ‘কল্পলোক আবাসিক স্কুল-কলেজ বাস্তবায়ন’ কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় বক্তারা বলেন, কল্পলোক আবাসিকের বাসিন্দাদের স্কুল-কলেজ ও খেলা মাঠের জন্য  দুই একর জায়গা বরাদ্দ ছিল। কিন্তু একটি চক্রের যোগসাজশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম তার  প্রতিষ্ঠানের নামে প্রায় এক একর জায়গা অবৈধভাবে দখল করে নেয়।

সেখানে এখন নানা স্থাপনা নির্মাণ করছে। অথচ কোন স্কুল-কলেজ নেই এখানে।  
এ সময় দখলকৃত জায়গা দ্রুত দখলমুক্ত করে সরকারিভাবে স্কুল কলেজ নির্মানের দাবি জানান বাসিন্দারা।  

আবাসিকের বাসিন্দা অ্যাডভোকেট আজিজুল হক জানান, ২০০৬ সালে সিডিএ গ্রাহকদের  জায়গা বুঝিয়ে দিয়েছে। কিন্তু এখনো স্কুল-কলেজ নির্মাণ করতে পারেনি। যে জায়াগ আছে তাও বিগত সরকারের আমলে নানা ভাবে খেলার মাঠ ও স্কুলের জায়াগ দখল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম তার নানা প্রতিষ্ঠানের নামে এই জায়গা নিয়ে নিয়েছে।

আরেক বাসিন্দা বিএনপি নেতা মোহাম্মদ হারুন  জানান, আবাসিকে ৩০-৪০ হাজার মানুষ বসবাস করে। আগামীতে কয়েক লাখ মানুষ এখানে বাস করবে। তাদের সন্তানের জন্য এখনো কোন স্কুল কলেজ নির্মান করা হয়নি। তাদের সন্তানদের ভবিষ্যৎ  কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা।  সন্তানদের ২ থেকে ৩ কিলোমিটার দূরে স্কুল পাঠাতে হয়।  

এতে উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য সফিকুল আলম মাইনাস, অ্যাডভোকেট মো. আজিজুল হক, বিএনপি নেতা মোহাম্মদ হারুন, জসিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ মামুন,মোহাম্মদ ইসমাইল হোসেন, সোহাগ আবদুল্লাহ, সফদর আহমদ শিকদার, একে এম জামাল উদ্দিন, নুরুল আমিন ও ব্যংকার ওসমান গনি  উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ৬, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।