ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় দেয়াল ভেঙে প্রাণ গেল শ্রমিকের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, মে ১৭, ২০২৫
লোহাগাড়ায় দেয়াল ভেঙে প্রাণ গেল শ্রমিকের  ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় বাড়ির দেয়াল ভাঙার সময় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদার ঘোণা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী আলী মিয়া (৫০) ওই এলাকার মৃত আবদুল আজিমের ছেলে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।

জানা যায়, সকালে একটি আধপাকা বসতঘর ভাঙার সময় দেয়ালের একাংশ আলী মিয়ার গায়ের ওপর আছড়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার এসআই গোবিন্দ চন্দ্র দাশ বলেন, দেয়াল ভেঙে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখছে।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ১৭, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।