ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পিকআপ থেকে লুটের ১২ গরু মিলল গোয়ালে, গ্রেপ্তার যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, মে ২৭, ২০২৫
পিকআপ থেকে লুটের ১২ গরু মিলল গোয়ালে, গ্রেপ্তার যুবক উদ্ধার করা ১২ গরু

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সোনাইছড়ি এলাকায় একটি পিকআপ থেকে লুট হওয়া ১২টি গরু ভাটিয়ারির একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত তামিম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ মে) রাতে ভাটিয়ারি ইউনিয়নের হাসনাবাদ, স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়।  

গ্রেপ্তার তানজিদ হোসেন আমিন প্রকাশ তামিম (৩২), , সীতাকুণ্ডের ভাটিয়ারীর হাসনাবাদ স্টেশন রোড এলাকার মো. আবু তাহেরের ছেলে।

 

সীতাকুণ্ড মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শফিউল করিম বাংলানিউজকে বলেন, কোরবানিতে চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে আসা ১২টি গরুসহ পিকআপভ্যানটি সোনাইছড়ি থেকে লুট হয়। ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গরুগুলোর সন্ধান পাওয়া যায়। পরে সোমবার মধ্যরাতে ভাটিয়ারি রেল স্টেশন এলাকায় গ্রেপ্তার আসামির বাড়ি থেকে সবকটি গরু উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে মামলা দায়ের শেষে তামিমকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার দিবাগত রাতে মাহফুজ নামে এক ব্যবসায়ীর ১২টি গরুসহ পিকআপভ্যান সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকা থেকে লুট হয়।  

এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।