ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘বিএনপি ক্ষমতায় আসলে সন্দ্বীপের সব সমস্যার সমাধান হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, সেপ্টেম্বর ২৫, ২০২৫
‘বিএনপি ক্ষমতায় আসলে সন্দ্বীপের সব সমস্যার সমাধান হবে’ ....

চট্টগ্রাম: সন্দ্বীপের লঞ্চঘাট জোয়ার এলে পানিতে ডুবে যায় উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেখানে আরও কিছু কাজ প্রয়োজন। ইতোমধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে।

তবে সামান্য উদ্যোগ নিলেই সন্দ্বীপবাসীর বড় সমস্যার সমাধান হয়ে যাবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম শহরে বসবাসকারী সন্দ্বীপবাসীর মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবরের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।  

স্থানীয়দের উদ্দেশে ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা বিশ্বাস করি বিএনপি যদি ক্ষমতায় আসে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই সন্দ্বীপবাসীর সব সমস্যার সমাধান হবে। তিনি নানা উন্নয়ন কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন।

হালিশহরের সমস্যার কথা উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, ওয়াসার কারণে সেখানে মানুষের ভোগান্তি হচ্ছে। তবে অনুমতিহীন কাজ বন্ধ করে দ্রুত সমাধানের জন্য ওয়াসাকে বার বার বলা হয়েছে।  

হালিশহরের বিডিআর মাঠে ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে, যাতে স্থানীয় লোকজন সহজেই হাঁটাহাঁটি ও ব্যায়াম করতে পারেন। এইচ ব্লকের মাঠ ও আশপাশের সৌন্দর্যবর্ধনও সম্পন্ন হয়েছে। এ ছাড়া হালিশহরে একটি বড় কিচেন মার্কেট তৈরি করা হচ্ছে, যা স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।

ইসরাফিল খসরু সন্দ্বীপের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, সন্দ্বীপ একটি সমৃদ্ধ জনপদ, যার রয়েছে গৌরবময় অতীত। এখানকার মানুষ খুবই পরিশ্রমী এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম শহরের উন্নয়নে সন্দ্বীপবাসীর অংশগ্রহণ প্রশংসনীয়। সন্দ্বীপ থেকে আসা বহু মানুষ এই শহরে বাস করেন এবং বিভিন্ন পেশায় নিজেদের মেধা ও শ্রম দিয়ে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখছেন।  

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, এমন একটি মিলনমেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই ধরনের আয়োজন সন্দ্বীপের মানুষকে একত্রিত করে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে।  

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু তাহের, এ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক পিপি, মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর।  

উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন দিদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আকবর হোসেন ভুইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম মহানগর মহিলাদলের সহ সভাপতি সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, নাসিমা আলম, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্যসচিব এমএ আজিজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাওন উদ্দিন রকি, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বিপুল খান প্রমুখ।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।