চট্টগ্রাম: ফটিকছড়িতে মৃত্যুভয়ে দিন কাটানো থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়িয়েছে ফটিকছড়ি ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার।
ডা. জয়নাল আবেদীন মুহুরীর মা-বাবার নামে প্রতিষ্ঠিত হাজি মোমেনা আনোয়ার মুহুরী ফাউন্ডেশন ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সহযোগিতায় সম্প্রতি আয়োজিত সচেতনতা কর্মসূচি এ রোগে ভুক্তভোগী মানুষের মাঝে নতুন আশার আলো ছড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান এবং প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. জয়নাল আবেদীন মুহুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন শিশু রোগ বিশেষজ্ঞ ডা. শহীদুল্লাহ, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট একেএম শহীদুল্লাহসহ স্থানীয় চিকিৎসক ও ল্যাব পরিচালকেরা।
দিনব্যাপী কর্মসূচিতে দুইজন অসহায় রোগীর জন্য আজীবন বিনামূল্যে রক্ত পরিসঞ্চালনের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ৫০ জন রোগীর রক্ত পরীক্ষা ও গবেষণার স্যাম্পল সংগ্রহ করা হয়।
ফটিকছড়ি ব্লাড ব্যাংকের এই উদ্যোগ স্থানীয়ভাবে থ্যালাসেমিয়া রোগীদের জীবনে নিরাপত্তা ও আশার নতুন দিগন্ত উন্মোচন করেছে।
পিডি/টিসি