ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আন্দোলনে নিহতদের স্মরণে কোতোয়ালী বিএনপি’র দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, জানুয়ারি ১০, ২০১৪
আন্দোলনে নিহতদের স্মরণে কোতোয়ালী বিএনপি’র দোয়া মাহফিল

চট্টগ্রাম: সরকার বিরোধী আন্দোলনে নিহত নেতা-কর্মীদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। শুক্রবার বিকেলে কোতোয়ালী থানা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।



দোয়া মাহফিলে নগর বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ মান্নান, বক্সির হাট ওয়ার্ড বিএনপ’র সাধারণ সম্পাদক এসএম মফিজ উল্লাহ, বাগমনিরাম ওয়ার্ড বিএনপ’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সাধারণ খায়রুল বাশার, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।  
দোয়া মাহফিলে আন্দোলনে নিহতদের স্মরণে মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।


বাংলাদেশ সময়:২১২০ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।