চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডে একটি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূ্ত্র জানায়, বৈদ্যুতিক গোলযোগে আকমল আলী রোডের একটি খোলা তেলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর ও ইপিজেড স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত টেলিফোন অপারেটর সরওয়ার জাহান বাংলানিউজকে বলেন,‘এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে তেলের দোকানের প্রায় আড়াই লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ’
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪