চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র ও গুলিসহ সালেহ জঙ্গী (৩০) নামে এক দুর্ধর্ষ শিবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
ফটিকছড়ি থানার ওসি মো.শাহজাহান ভূঁইয়া বাংলানিউজকে জানান, সালেহ জঙ্গী’র বিরুদ্ধে ফটিকছড়ি থানায় চারটি হত্যা মামলা আছে। এর মধ্যে ছাত্রলীগ নেতা কামাল উদ্দিন হত্যা মামলাও আছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি এলজি ও চার রাউণ্ড গুলি পাওয়া গেছে বলে ওসি জানান।
সালেহ জঙ্গীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৫০ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪