ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে রোড শো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, ফেব্রুয়ারি ৪, ২০১৪
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে রোড শো

চট্টগ্রাম: আগামী মার্চ এপ্রিলে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়াল্ড টি-টুয়েন্টি২০ বাংলাদেশ ২০১৪ সফলভাবে আয়োজনের লক্ষ্যে চট্টগ্রামে ‘রোড শো’ অনুষ্ঠিত হয়েছে।  


মঙ্গলবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে রোড শো শুরু হয়।

নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।  


বর্ণাঢ্য এ আয়োজনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক আব্দুল মান্নান, চট্টগ্রাম বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসসহ শতাধিক ক্রীড়াপ্রেমী রোড শোতে অংশ নেন।

 


বাংলাদেশ সময়:১২৩০ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।