ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পোড়া তেলে খাবার রান্না, ব্যবহার হচ্ছে দুর্গন্ধযুক্ত সস্

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
পোড়া তেলে খাবার রান্না, ব্যবহার হচ্ছে দুর্গন্ধযুক্ত সস্

চট্টগ্রাম: পোড়া তেল ও দুর্গন্ধযুক্ত সস দিয়ে খাবার তৈরি করায় হাটহাজারীতে আল ফয়েজ ফাস্ট ফুড অ্যান্ড বিরাণী হাউজকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার কাচারি সড়কের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনার সময় এ জরিমান করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটির খাবার তৈরি ও পরিবেশন প্রক্রিয়া পরিদর্শন করেন ভ্রাম্যমাণ আদালতের টিম।  

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছিল আল ফয়েজ ফাস্ট ফুড অ্যান্ড বিরাণী হাউজ নামে একটি প্রতিষ্ঠান।

সব কিছু যাচাই বাছাই করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।  

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad