ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআরবি রক্ষার আন্দোলনে সম্মিলিত আবৃত্তি জোটের সংহতি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
সিআরবি রক্ষার আন্দোলনে সম্মিলিত আবৃত্তি জোটের সংহতি  সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের পরিবেশনা।

চট্টগ্রাম: সিআরবি রক্ষায় নাগরিক সমাজের ধারাবাহিক আন্দোলনে সংহতি জানিয়ে আবৃত্তি পরিবেশন করেছে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম।

বুধবার (২২ সেপ্টেম্বর) সিআরবিতে ছন্দ, সুরের ঝংকারে সিআরবি রক্ষার দাবি জানান আবৃত্তিকাররা।

 

কথামালায় বক্তারা বলেন, শত বছরের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করতে হবে।

 

জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক ও সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সম্মিলিত আবৃত্তি জোটের সহ-সভাপতি নিশাত হাসিনা শিরিন, সাধারণ সম্পাদক মাশরুর হোসেন, যুগ্ম সম্পাদক দেবাশীষ রুদ্র, অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কবি আখতারী ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো চিফ অনুপম শীল, আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল ও অনিক মহাজন।  

লেখক ও বাচিক শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্পৃহা আবৃত্তি নীড়ের সভাপতি নিশাত হাসিনা শিরিন, শেখ ফাইরুজ নাওয়াল, মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মাশরুর রিং হোসেন ও শামসুল করিম রিভেল, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশীষ রুদ্র, দীপা শীল, মনোটোনাস আবৃত্তি সংগঠনের সদস্য মোহাম্মদ শাদ হোসেন, ভাষা আবৃত্তি নীড়ের সদস্য অনুপ চৌধুরী, তামান্না নিপা, শব্দনোঙর আবৃত্তির সংগঠনের সদস্য মোহাম্মদ সায়েম উদ্দীন ও বৃষ্টি পুরোহিত, উত্তরায়ণের শিল্পী অনিক মহাশয় ও তনিমা হাসান, বোধন আবৃত্তি পরিষদের বিপ্লব কুমার শীল ও ইভান পাল, স্বদেশ আবৃত্তি সংগঠনের মোহাম্মদ সেলিম ভূঁইয়া ও নুসরাত জাহান পুষ্প, প্রাঙ্গণ সংগঠনের সদস্য কথা হোসেন প্রমুখ।

সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কবি হোসাইন কবির, অধ্যাপক শামসুদ্দিন শিশির, মহসীন কাজী, স্বপন মজুমদার, সাংবাদিক ঋত্বিক নয়ন, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, রাশেদুল আলম রাশেদ, নারীনেত্রী হাসিনা আকতার টুনু, ফারজানা আক্তার জেনিফার, কবি মিনু মিত্র, কৃষক লীগ নেতা হুমায়ুন কবির মাসুদ, ছাত্রনেতা মাইমুন উদ্দিন মামুন, মাহমুদুল করিম, আনোয়ার পলাশ, আওয়ামী লীগ নেতা তাপস দে, ইমরান হোসেন ইমন, এনাম হোসেন, আবির উদ্দিন কবির, মুহাম্মদ জাহেদ প্রমুখ।  

বক্তারা বলেন, একটি লুটেরা বেনিয়া গোষ্ঠী চট্টগ্রামের সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে বেসরকারি হাসপাতাল নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে। স্থাপনা নির্মাণের নামে সরকারি সম্পত্তি লুটপাট ও বাণিজ্যের ষড়যন্ত্র করছে। সিআরবিতে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামের আপামর মানুষ, বিভিন্ন সেবা সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুস্থ ধারার প্রগতিশীল ব্যক্তি সবাই। যারা সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে, তারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। একটি স্বার্থান্বেষী মহল সিআরবিতে স্থাপনা নির্মাণ করতে চাইছে। সিআরবিতে হাসপাতালের নামে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে। সিআরবিতে যে হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা হয়েছে, সেটি শুধু ধনীদের স্বার্থ রক্ষাকারী। এটি জনস্বার্থ পরিপন্থী প্রকল্প।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।