ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, সেপ্টেম্বর ২৭, ২০২১
চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন মহানগর এলাকায় এবং ১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৭ সেপ্টেম্বর)  সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।  

এদিন চট্টগ্রামে মাত্র ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। নতুন শনাক্ত রোগীর মধ্যে ২৫ জন মহানগর এলাকায় এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে ৩৬জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। করোনা সংক্রমণের হার নিম্নগামী হলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই। যদি সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হয় সেক্ষেত্রেও আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়া করোনার টিকা কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।