ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪ জন, মৃত্যু ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০১, অক্টোবর ২৪, ২০২১
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪ জন, মৃত্যু ১ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৯১টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪০ শতাংশ।

এইদিন করোনায় একজন মৃত্যুবরণ করেছে।  

রোববার (২৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্ট সহ ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

আক্রান্ত ৪ জনের মধ্যে ১ জন মহানগর এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৫৯ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯২৯ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৩০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৮ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৮ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।