ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রুবাইয়া ভেজিটেবলের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, অক্টোবর ২৫, ২০২১
রুবাইয়া ভেজিটেবলের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম: এনসিসি ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ২৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৭৩ টাকার ঋণখেলাপি মামলায় রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন- হারুনুর রশিদ, আনজুমান আরা বেগম ও হাসনাইন হারুন।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, এনসিসি ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ২৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৭৩ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় করেন।

মামলা নম্বর ৩০৭/১৩। এ মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রায় দেন। পাওনা টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০২০ সালের ২৭ আগস্ট অর্থ জারি মামলা করেন। অর্থ জারি মামলা নম্বর ১৮৬/২০।  

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ২৫ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৪৭৩ টাকার ঋণ খেলাপি মামলায় রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন এনসিসি ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা। আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।