ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রবীণ আইনজীবী মাহমুদুর রহমানের মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, অক্টোবর ২৫, ২০২১
প্রবীণ আইনজীবী মাহমুদুর রহমানের মৃত্যু মাহমুদুর রহমান

চট্টগ্রাম: প্রবীণ আইনজীবী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য মাহমুদুর রহমান আর নেই।

সোমবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম কোর্ট বিল্ডিং চত্বরে অ্যাডভোকেট মাহমুদুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় নগরের কদম মোবারক এতিমখানা চত্বরে দ্বিতীয় জানাজা শেষে সংলগ্ন কবরস্থানে প্রয়াত এ আইনজীবীকে দাফন করা হবে।

মাহমুদুর রহমানের মৃত্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন গভীর শোক এবং প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।