ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভূমিকম্প আতঙ্কে লাফ দিয়ে চবি শিক্ষার্থী আহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, নভেম্বর ২৬, ২০২১
ভূমিকম্প আতঙ্কে লাফ দিয়ে চবি শিক্ষার্থী আহত হোসাইন আহমেদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর সময় আহত হয়েছেন এক শিক্ষার্থী।  

শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আলাওল হলের পূর্ব ব্লকে এ ঘটনা ঘটে।

 

আহত শিক্ষার্থী হোসাইন আহমেদ রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

হোসাইন আহমেদ বাংলানিউজকে বলেন, হলের ২০২ নম্বর কক্ষে ঘুমিয়ে ছিলাম।

হঠাৎ সবার আওয়াজ শুনে উঠে যাই। এসময় রুমের দেওয়াল ও আসবাবপত্র নড়তে দেখে আতঙ্কিত হয়ে পড়ি। ভূমিকম্পের মাত্রা বেড়ে যাওয়ায় আমি হলের দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দেই। নিচে পড়ে কোমরে ব্যথা পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। চিকিৎসক এক্স-রে করার পরামর্শ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার আবু তৈয়ব বাংলানিউজকে বলেন, কোমরে ব্যথা পেয়ে এক শিক্ষার্থী এসেছিলো। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তাকে এক্স-রে করাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।