ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভেঙে পড়লো বিএনপির সমাবেশ মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, নভেম্বর ৩০, ২০২১
ভেঙে পড়লো বিএনপির সমাবেশ মঞ্চ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বাকলিয়া কালা‌মিয়া বাজারস্থ কেবি কনভেনশন হলে বিএনপির সমাবেশের মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় মঞ্চে থাকা বিএনপির কয়েকজন নেতা আহত খবর পাওয়া যাচ্ছে।

এর মধ্যে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেনও রয়েছেন।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মঞ্চ আকস্মিকভাবে ভেঙে পড়ে।

এ সময় মঞ্চে ছিলেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএন‌পির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।