ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সেমিনার ও সুফি সঙ্গীতানুষ্ঠান রোববার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২১
চট্টগ্রামে সেমিনার ও সুফি সঙ্গীতানুষ্ঠান রোববার  বক্তব্য দেন লায়ন দিদারুল আলম চৌধুরী। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ দূতাবাস, টার্কি অনারারি কনসাল জেনারেল অব চিটাগাং ও শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের আয়োজনে সেমিনার ও সুফি সঙ্গীতানুষ্ঠান হবে।

রোববার (৫ ডিসেম্বর) নগরের জাকির হোসেন সড়কের খুলশী কনভেনশন হলে (কর্ণফুলী হল) অনুষ্ঠিত সেমিনারের বিষয় ‘রোডম্যাপ টু সাসটেইনেবল পিস: মাওলানা জালালুদ্দিন রুমির পথ’।

 

শুক্রবার (০৩ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আয়োজকরা।

এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াইএম জাফর সাংবাদিকদের জানান, সেমিনারে প্রধান অতিথি থাকবেন রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ অ্যাম্বেসির অ্যাম্বাসেডর এইচই মোস্তফা ওসমান তুরান।

স্বাগত বক্তব্য দেবেন তুরস্কের অনারারি কনসাল জেনারেল অব চিটাগাং সালাউদ্দিন কাসেম খান। সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হজরত শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মজিআ)।  

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ জাফর উল্লাহ্। বিশেষ বক্তা থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরে আলম। সন্ধ্যা ৬টায় থাকবে তুরস্কের সাংস্কৃতিক দলের সুফি সংগীত ‘ঘূর্ণায়মান দরবেশ’ এবং মাইজভাণ্ডারী মরমি গোষ্ঠীর সুফি সংগীতানুষ্ঠান।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াইএম জাফর, ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন জাকাত তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন দিদারুল আলম চৌধুরী, অনারারি কনসাল জেনারেল অব চিটাগাং প্রতিনিধি আবুল বাসার ও ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।