ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নালায় মিললো সেই শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, ডিসেম্বর ৯, ২০২১
নালায় মিললো সেই শিশুর মরদেহ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের শুলকবহর এলাকায় একটি নালায় ভাসমান অবস্থায় পাওয়া গেছে নিখোঁজ শিশু কামালের মরদেহ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয়রা এ মরদেহ দেখতে পান বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক বাবু মিয়া।

তিনি বাংলানিউজকে বলেন, একটি মরদেহ পাওয়ার খবরে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি দুইদিন আগে নিখোঁজ হওয়া শিশুটির কিনা তা শনাক্ত করতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

 মরদেহটি নিখোঁজ কামালের বলে শনাক্ত করেছেন বাবা আলী কাউছার।

গত সোমবার বিকাল ৪টার দিকে ষোলশহর এলাকায় মো. কামাল নামের ওই শিশু নালায় তলিয়ে যায়। মঙ্গলবার বিকাল ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।