ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গায় মাদকবিরোধী মতবিনিময় সভা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, ডিসেম্বর ৯, ২০২১
পতেঙ্গায় মাদকবিরোধী মতবিনিময় সভা  ...

চট্টগ্রাম: 'ধূমপান, মাদক ও অশ্লীলতা রুখবোই, আমরা সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়বোই' স্লোগান সামনে রেখে পতেঙ্গা মডেল থানার উদ্যোগে এয়ারপোর্ট পুলিশ ফাঁড়ি সংলগ্ন নেভাল বিটে (বিট নম্বর ৮৬) মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে এয়ারপোর্ট পুলিশ ফাঁড়ি সংলগ্ন নেভাল বিটে ওয়াটার বাস টার্মিনাল নেভাল এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন, বিট ইনচার্জ এবং এয়ারপোর্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ খালেদুর রহমান, নেভাল বিটের সেক্রেটারি আরেফিন আরিফ, ৪১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ওয়াহিদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।