ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার, যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
যাত্রীবাহী বাসে ইয়াবা পাচার, যুবক আটক ...

চট্টগ্রাম: কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় একটি যাত্রীবাহী বাসে করে ৩০ হাজার ইয়াবা পাচার করার সময় বাসু সূত্র ধর (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার ( ২৪ জানুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ২৪ জানুয়ারি ) ভোর সোয়া ৪টার দিকে শিকলবাহা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে বাসু সূত্র ধরকে আটক করা হয়। তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ২৯ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাসু দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এর বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।