ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় একই স্থানে সমাবেশ ডেকে সংঘর্ষে দুই পক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
সাতকানিয়ায় একই স্থানে সমাবেশ ডেকে সংঘর্ষে দুই পক্ষ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: একই স্থানে সমাবেশ ডাকাকে কেন্দ্র করে সাতকানিয়ায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আমিলাইশ ইউনিয়নের খোদারহাট বাজারে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছরওয়ার উদ্দিন চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী এইচএম হানিফের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সমর্থকরা মুখোমুখি অবস্থান নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের প্রাথমিকভাবে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।  

সাতকানিয়া সার্কেলের এএসপি শিবলী নোমান বাংলানিউজকে বলেন, দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঝামেলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আনুমানিক ১০ জন হতে পারে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। যতটুকু জানতে পেরেছি, নির্বাচনী প্রচারণায় নেমে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

এর আগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খাগরিয়া ইউনিয়নে ২ ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা,  জানুয়ারি ২৯, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।