চট্টগ্রাম: নগরের ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড়ের ধুম পাড়া এলাকায় আগুনে পুড়ে আব্দুল করিম হাওলাদার নামের শতবর্ষী এক বৃদ্ধ মারা গেছেন।
বুধবার (১৮ মে) সকাল ১১টার দিকে নগরের ইপিজেডের কলসি দীঘির পাড়ে কয়েকটি দোকান ও বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাস বাংলানিউজকে বলেন, ইপিজেডের কলসি দীঘির পাড়ে কয়েকটি দোকান ও বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ১৮, ২০২২
বিই/টিসি