ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগর যুবলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে সাগরিকায় মিছিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ২৫, ২০২২
নগর যুবলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে সাগরিকায় মিছিল ...

চট্টগ্রাম: নগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে সাগরিকায় আনন্দ মিছিল করেছে নগর যুবলীগের পদপ্রত্যাশী নেতারা।  

বুধবার (২৫ মে) বিকেল ৪টায় নগর যুবলীগ নেতা মনোয়ারুল আলম চৌধুরী নোবেলের নেতৃত্ব মিছিলটি আকবশাহ থানার সামনের সড়ক থেকে শুরু হয়ে সাগরিকা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ ইউনুচ, সাবেক নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দীন খন্দকার, সাবেক নগর ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের বিস্ময়ের এ যুগে সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে গ্রামবাংলার অবারিত প্রান্তরে কাজ করে চলেছে আজকের মানবিক যুব সংগঠন যুবলীগ।

তাই আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে আমাদের প্রয়োজন দক্ষ যুব নেতৃত্ব। আসন্ন নগর যুবলীগের সম্মেলনে বীর চট্টলার যুবসমাজের প্রত্যাশা তৃণমূল মাঠকর্মী থেকে নেতৃত্ব দিয়ে যারা আজকের দিনে নগর যুবলীগকে সুসংগঠিত করেছে তাদের হাতেই নেতৃত্ব দেওয়া হোক। যাদের হাত ধরে আধুনিক ও যুগোপযোগী যুবসমাজ গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মো. হিরু, জিয়া উদ্দিন আবেদিন, তৌহিদ, ওমরগণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক বার্ষিকী সম্পাদক মনির, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন লুভন, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাহাদুর, নগর যুবলীগ নেতা আমিরুল ইসলাম শানু, হাবিব খান, দেলোয়ার, আবু তৈয়ব, রুবেল, কামরুল, ফয়সাল মাকসুদ, ফারহান সোহেল, আরিফ, পাহাড়তলী থানা যুবলীগ নেতা মানিক শাহাদাত, ফারুক, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, পাহাড়তলী থানা তাঁতি লীগের সহ-সভাপতি শাহিন, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম, আজিম, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়ের আলম আশিক, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ ক্রীড়া সম্পাদক মো. ইমতিয়াজ উদ্দিন আকিল, পাহাড়তলী থানা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম প্রান্ত, ইউসুফ তানভীর, আরমান সাব্বির, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, বাবু, আদনান, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা অয়ন, রাজু, জহির, মেহেদী, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাইফুল, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আকিল, ইরফান, রাকিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ২৫, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad