ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১৬ মামলার আসামি গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, আগস্ট ১৩, ২০২২
১৬ মামলার আসামি গ্রেফতার  ...

চট্টগ্রাম: নগরের বিভিন্ন থানার হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ ১৬ মামলার আসামি মো. আমীর হোসেন জীবনকে গ্রেফতার করেছে র‌্যাব।  

শনিবার (১৩ আগস্ট) দুপুরে এই তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।

তিনি বলেন, চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় অভিযান চালিয়ে মো.আমীর হোসেন জীবনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সোয়া নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

নগরের হালিশহর, ডবলমুরিং, পাহাড়তলী এবং আশপাশের এলাকায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি, মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল জীবন। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় চাঁদাবাজি করতো। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।