ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে বিভাগীয় কমিশনার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, আগস্ট ১৪, ২০২২
চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনে বিভাগীয় কমিশনার  ...

চট্টগ্রাম: চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।  

রোববার (১৪ আগস্ট) বেলা ১টার দিকে চট্টগ্রাম চিড়িয়াখানায় সদ্য জম্ম নেওয়া সাদা বাঘের বাচ্চা, অজগর সাপসহ চিড়িয়াখানার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসাইন শুভ উপস্থিত ছিলেন।

চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্যসচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন।

এসময় তিনি চিড়িয়াখানার সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।