ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাক্তন শিক্ষার্থীদের মানবন্ধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
চন্দনাইশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাক্তন শিক্ষার্থীদের মানবন্ধন 

চট্টগ্রাম: অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে চন্দনাইশ উপজেলার শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১ নভেম্বর) সকালে শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

 

এসময় বক্তারা বলেন, শুচিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশগুপ্ত অনৈতিক, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ও ইউনিক আইডি বাবদ মোটা অংকের টাকা নিয়েছেন। উপবৃত্তির জন্য প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে রশিদ ছাড়াও টাকা আদায় করেছেন তিনি।

অভিভাবকদের না জানিয়ে গোপনে নিজস্ব লোকজন দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এ বিষয়ে কয়েকজন অভিভাবক টিকলু দাশ গুপ্পের নিকট জানতে চাইলে অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।  

মানববন্ধনে স্কুলের সাবেক ছাত্র তৃষিত চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পলাশ দাশ. মৃধুল বৈদ্য, সঞ্চয়  ভট্টাচার্য্য পিয়ব্রত চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।