ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘গরিবদের জমি দেবে ত্রিপুরা রাজ্য সরকার’

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুলাই ৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা): দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের মধ্যে যাদের কোনো জমি নেই বা থাকার নিজস্ব ঘর নেই তাদের জমি দেওয়ার বিষয়টি চিন্তা-ভাবনা করছে ত্রিপুরা রাজ্য সরকার।

এ ধরনের পরিবারগুলোকে গ্রামে ৫ গণ্ডা জমি ও একটি ঘর এবং শহরে থাকলে ২ গণ্ডা জমি ও একটি ঘর দেবে রাজ্য সরকার।

এ কথা জানিয়েছেন রাজ্যের রাজস্বমন্ত্রী বাদল চৌধুরী।

রাজস্বমন্ত্রী বলেছেন, সরকার যদি ভূমির বন্দোবস্ত করতে পারে তবে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ভূমিহীন পরিবারগুলোকে আমরা সাহায্য করবো।

তবে জমি দেওয়ার বিষয়ে রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এ সিদ্ধান্ত ক্যাবিনেটেও পাস হয়েছে বলে জানিয়েছেন বাদল চৌধুরী।

তিনি আরও জানান, আর্থিকভাবে দুর্বল অংশের মানুষদের সাহায্য করাই সরকারের প্রাথমিক লক্ষ্য। সরকার এ কাজ গুরুত্ব দিয়ে করবে।

তবে কবে থেকে জমি দেওয়া হবে এবং কত মানুষকে জমি দেওয়া হবে এ সম্পর্কে কিছুই জানান নি মন্ত্রী।

এদিকে, বিরোধীদের পক্ষ থেকে এরইমধ্যে বলা শুরু হয়েছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার সাধারণ মানুষকে জমি পাইয়ে দেওয়ার টোপ দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।