ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ১৫০ জন ডাক্তার নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ত্রিপুরা রাজ্যে চলতি বছর ১৫০ জন ডাক্তার নিয়োগ করার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী।

মানিক সরকার বলেন, “রাজ্যে বর্তমানে ৭৪০ জন সরকারী ডাক্তার রয়েছে।

কিন্তু রাজ্যের মানুষের প্রায় ৯৫ ভাগ চিকিৎসা পরিষেবা নেন সরকারি হাসপাতাল থেকে। তাই রাজ্যে চিকিৎসকের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে। সেই অভাব কিছুটা অন্তত কাটিয়ে তোলার জন্য নতুন ১৫০ জন ডাক্তার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ”

তিনি জানান, “রাজ্যরে দুটো মেডিক্যাল কলেজ রয়েছে। এর মধ্যে ত্রিপুরা মেডিক্যাল কলেজ থেকে এবারই প্রথম ব্যাচ বেরিয়েছে। আর আগরতলা মেডিক্যাল কলেজ থেকে এবার বের হয়েছে দ্বিতীয় ব্যাচ। সব মিলিয়ে দুটি কলেজ থেকে প্রায় ১৭০ জন ডাক্তার পাশ করে বেরিয়েছে। এদের মধ্য থেকে ১৫০ জনকে সরকারি পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ”

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, নতুন ডাক্তারদের নিয়োগ করা হবে রাজ্যের দূরতম এলাকার গ্রাম গঞ্জে।
ডাক্তার নিয়োগের এ ঘোষণা শুনে খুশি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলেই। তারা বলেছেন, এতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান বাড়বে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১২
তন্ময় চক্রবর্তী সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।