ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বড়দিন উপলক্ষে কলকাতা পুলিশের বিশেষ নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
বড়দিন উপলক্ষে কলকাতা পুলিশের বিশেষ নিরাপত্তা

কলকতা: বড়দিন এবং নতুন বছরকে কেন্দ্র করে হওয়া ভিড় সামলাতে এবার পাঁচশ’ অতিরিক্ত পুলিশ থাকছে কলকাতায়। বড়দিন উপলক্ষে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিশ।



কলকাতার নাগরিকদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

বড়দিনের উৎসবের প্রাণ কেন্দ্র কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলে এই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

সংশ্লিষ্ট এলাকার রেস্তোরাঁ ও খাবার দোকানগুলোর বাইরে ও বিশেষ করে মহিলাদের নিরাপত্তার দিকে কড়া নজর রাখবে কলকাতা পুলিশের এই বিশেষ নিরাপত্তা টিম।

সূত্র জানায়, বিগত বছরগুলোর জনসমাগম, মানুষের সমস্যা, অপরাধের ধরনসহ প্রায়োগিত আরো কয়েকটি বিষয় মাথায় রেখে  কলকাতার পার্ক স্ট্রিট অঞ্চলকে কয়েটি ভাগে ভাগ করা হয়েছে।

‘রেডিও ফ্লাইং স্কোয়াডের’ নিরাপত্তার এই বিশেষ টিমটি নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করবে। এবং এবারই প্রথম গোপন ক্যামেরায় ধারণ করা সমস্ত ছবি ভবিষ্যতের জন্য সংগ্রহে রাখা হবে।

খাবারের এবং পানীয়ের সবগুলো দোকানকে গোপন ক্যামেরার আওতায় আনতে বলা হয়েছে।

এ সমস্ত দোকান মালিকদের নিয়ে কলকাতা পুলিশের সদর দফতর লাল বাজারে বিশেষ প্রস্তুতিমূলক অলোচনা করেছে কলকাতা পুলিশ।

১৫% অতিরিক্ত কর প্রদান করে ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়ে ভোর ৪ পর্যন্ত এসব দোকান খোলা রাখা যাবে বলেও কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এমনকি দোকানগুলোতে নিজস্ব উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ করার নির্দেশও দেওয়া হয়েছে। এর মধ্যে মহিলা বেসরকারি নিরাপত্তা কর্মী রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার রাজীব মিশ্র জানিয়েছেন রেস্তোরাঁ মালিকদের পুলিশ নির্ধারিত পদ্ধতিতে জনসমাগম নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: তানিম কবির, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।