ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ তৃণমূলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ তৃণমূলের

কলকাতা: লোকসভা নির্বাচন-২০১৪ সামনে রেখে প্রথম ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কলকাতা কালীঘাটের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইশতেহার প্রকাশ করেন।



বাংলা এবং ইংরেজি দুই ভাষায় ইশতেহার প্রকাশ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়  ইশতেহারে নির্বাচনী ব্যবস্থার ব্যাপক সংস্কারের দাবী করেন। তিনি এর সঙ্গেই বিচার ব্যবস্থা এবং  প্রশাসনিক ব্যবস্থার সংস্কারের উপরও জোর দেন।

কালো টাকার প্রসঙ্গ তুললেও 'তৃণমূল সুপ্রিমো' সরকার নিয়ন্ত্রিত তহবিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থার পক্ষে  সওয়াল করেন । তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। এর অনেকটাই অস্বচ্ছ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পৃথিবীর বহু দেশেই সরকার নিয়ন্ত্রিত তহবিলের মাধ্যমে রাজনৈতিক দল গুলি নির্বাচনের খরচ বহন করে।

তিনি শিল্পের জন্য কেন্দ্রের জমি নীতির বিরোধিতা করে তা পরিবর্তনের কথা বলেন।

সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান ধর্মনিরপেক্ষতা, সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে তার  দল ক্ষমতায় এলে জোর দেবে।

ইশতেহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের বাস্তবমুখী উন্নতির জন্য নতুন ধারার রাজনীতি দরকার। এই প্রসঙ্গে তিনি কংগ্রেস সরকারের আমলে দুর্নীতির কথা মনে করিয়ে দেন।

ইশতেহারে গোটা দেশে স্থানীয় ভাষার অগ্রাধিকারের কথা তিনি উল্লেখ করেন। নিত্য প্রয়োজনীয় জিনিষের দামের কথা তিনি উল্লেখ করে বলেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় গেলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ভারতের মেধার একটি তালিকা "ট্যালেন্ট ব্যাঙ্ক" তৈরি করার কথা জানান। তিনি বলেন, লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ভারতের তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস ভারতের প্রথম বৃহত্তম শক্তি হিসেবে উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান ইশতেহারে এক বছরের মধ্যে 'লোকপাল বিল' এবং 'লোকায়ুক্ত' আইন পাশ করানোর কথা বলা হয়েছে।

এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিল বিজেপি ও কংগ্রেস। বাদ যায়নি আম আদমি পার্টি থেকে সিপিআইএম দলও।

গত বৃহস্পতিবার দিল্লির এ কে গোপালন ভবন থেকে সিপিআইএম’র ইশতেহার প্রকাশ করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ করাত।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।