ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া ভুল হয়েছিল

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেওয়া ভুল হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল

ঢাকা: এখন আপসোস করছেন আপ আদমী পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু এখন তার করার আর কিছুই নেই- হাতের বল ফসকে গিয়েছে।

দিল্লির সিংহাসন দূরঅস্ত।

কেজরিওয়াল মনে করছেন দিল্লির মুখ্যমন্ত্রীত্ব থেকে সরে আসাটা ভুল হয়েছিল। অকপটে অবশেষ স্বীকার করে নিলেন অরবিন্দ কেজরিওয়াল। জানালেন মাত্র ৪৯ দিনেই দিল্লির তখত থেকে পদত্যাগ করার তাঁর সিদ্ধান্ত মোটেও সঠিক ছিল না।

চলতি লোকসভা নির্বাচনের মধ্যেই একটি ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষ্যাৎকারে আপ সুপ্রিমো জানিয়েছেন `ভুল সময়ে` দিল্লির ক্ষমতা ছেড়েছেন তিনি। সাধারণ মানুষের মনে মোটেও তাঁর এই পদক্ষেপের ভাল প্রভাব পড়েনি।

তবে কেজরিওয়ালের নিজের সিদ্ধান্ত নিয়ে কোনও আফসোস নেই। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আপ-এর ম্যানিফেস্টোতে প্রকাশিত প্রতিশ্রুতি অনুযায়ী জন লোকপাল বিল পাস করাতে না পেরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

অবশ্য কেজরিওয়াল জানিয়েছেন তাঁদের উচিৎ ছিল তাঁর পদত্যাগের কারণ ভাল ভাবে সাধারণ মানুষকে বোঝানো। ``কংগ্রেস ও বিজেপি যে দিন জনলোকপাল বিল পাশ করতে দিল না`` সেই দিনই পদত্যাগের সিদ্ধান্ত ঠিক ছিল না বলে মন্তব্য করেছেন আপ প্রধান।

কেজরিওয়ালের অনুধাবন করেছেন সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগের অভাবের ফলেই বিরোধীরা তাঁকে `এসকেপিস্ট` বলতে পারছে, আপ -এর বিরুদ্ধে মিথ্যে কথা ছড়াতে পারছে।

আম আদমি পার্টি চলতি লোকসভা নির্বাচনে ৩০০টি আসনে প্রার্থী দিয়েছে । বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে লড়ছেন স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল।

বাংলাদেশ সময়: ২০৩৩  ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।