ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজেপির বারানসি কার্যালয়ে ইসির অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, মে ১১, ২০১৪
বিজেপির বারানসি কার্যালয়ে ইসির অভিযান

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বারানসি কার্যালয়ে যৌথভাবে অভিযান চালিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) একটি দল ও পুলিশ। অভিযানকালে দলটির কার্যালয়ে থাকা নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট আসবাবপত্র জব্ধ করেছে ইসি।



বারানসিতে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর জনসভার অনুমতি বিতর্কে ইসি ও দলটির মধ্যে শীতলযুদ্ধের ক’দিন পর এ অভিযানের খবর এলো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী রাজনীতিক দলের পক্ষ থেকে দেওয়া গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালিয়েছে ইসি।

তাৎক্ষণিকভাবে এ অভিযানের ব্যাপারে কোনো মন্তব্য করেননি ইসি বা পুলিশ কর্মকর্তারা।

বারানসি আসনে বিজেপির পক্ষে লড়ছেন স্বয়ং নরেন্দ্র মোদী, কংগ্রেসের পক্ষে অজয় রায়, আর আম আদমি পার্টির পক্ষে দলটির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল।

এ আসনের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে শনিবার। ভোটগ্রহণ হবে সর্বশেষ দফায় সোমবার। আর ফলাফল ঘোষণা হবে ১৬ মে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।