ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচন প্রসঙ্গে মন্তব্য নেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৪
নির্বাচন প্রসঙ্গে মন্তব্য নেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর

কলকাতা: অনেকটা নীরবেই ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী সিপিএম’র পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। সংবাদকর্মীদের অনুরোধেও নির্বাচন প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি।



যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভোট দিয়েছেন পাম অ্যাভিনিউ অঞ্চলে তার বাড়ির কাছের একটি বুথে। এ সময় স্ত্রী মীরা ভট্টাচার্য তার সঙ্গে ছিলেন।

ভোট দিয়ে বেরিয়ে আসার পর লাইনে অপেক্ষমাণ ভোটারদের দিকে হাত তুলে নমস্কার জানান বুদ্ধদেব। এ সময় সাংবাদিকদের অনুরোধেও কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, রাজ্যের শেষ দফার ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে বলে দাবি করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন।

নির্বাচন কমিশন থেকে জানানো হয়, পুরো রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশন সূত্র জানায়, রাজ্যে গড়ে ভোট পড়েছে ৭০ শতাংশের কিছু বেশি।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।