ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনমোহন মন্ত্রিসভার শেষ বৈঠক বিকেলে

সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মে ১৩, ২০১৪
মনমোহন মন্ত্রিসভার শেষ বৈঠক বিকেলে ড. মনমোহন সিং

কলকাতা থেকে: ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মঙ্গলবার বিকেলে তার মন্ত্রিসভার শেষ বৈঠকে বসবেন। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মঙ্গলবারই মন্ত্রিসভার শেষ বৈঠকে সভাপতিত্ব করতে চলেছেন।



এ বৈঠকে মনমোহন সিং ফার্মা সেক্টরে সরাসরি বৈদেশিক বিনিয়োগের বিষয়টির বিস্তারিত তুলে ধরবেন। এ বৈঠককে তাই অনেকে অর্থনৈতিক বিষয়ক বৈঠক হিসেবে বর্ণনা করেছেন।

বৈঠক শেষে সন্ধ্যায় দিল্লির ৭ রেসকোর্স রোডে তার কার্যালয় কাম বাসভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া বিদায়ী অনুষ্ঠানে যোগ দেবেন মনমোহন। বুধবার তার জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

লোকসভা নির্বাচনের ফলাফল ১৬ মে ঘোষণার পরের দিন ১৭ মে হয়তো প্রধানমন্ত্রীর দফতরে ড. মনমোহন সিংয়ের শেষ দিন। এ বছরের প্রথমেই মনমোহন সিং ঘোষণা করেছিলেন, তৃতীয়বারের মতো ইউপিএ সরকার গঠিত হলেও তিনি আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না।

২০০৪ সাল থেকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। গত বছরের শেষার্ধে ৮১ বছরের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করেছিলেন, ‘কিছু মাস পরেই সাধারণ নির্বাচনের পর আমি প্রধানমন্ত্রীত্বের ব্যাটন নতুন কারোর হাতে সমর্পণ করবো’।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।