ঢাকা: ভারতের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মন্ত্রিসভা পদত্যাগ করতে যাচ্ছে।
শনিবার দুপুরে কংগ্রেস নেতৃত্বাধীন মন্ত্রীরা পদত্যাগ করবেন বলে জানা গেছে।
এর মাধ্যমে জাতীয় কংগ্রেসের টানা ১০ বছরের শাসনের অবসান ঘটবে।
এদিকে, প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ বিজয় লাভে দলটির প্রধান নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন এবং সেই সঙ্গে শনিবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। এর ফলে মনমোহন সিংসহ পুরো মন্ত্রিসভা শনিবারই পদত্যাগ করছে।
এদিকে, মনমোহন সিং শনিবারই জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন।
রাষ্ট্রপতি ভবনের প্রেস সেক্রেটারি ভেনু রাজামনি জানিয়েছেন, এ জন্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শনিবার দুপুর পৌনে একটায় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে দেখা করার সময় দিয়েছেন।
অপরদিকে, ১৬ মে জাতীয় কংগ্রেসের জন্য একটি চরমতম খারাপ দিন হিসেবেই দলটির ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকবে। তবে এ দিনই কংগ্রেসের বেশ কয়েকজন নেতাও লোকসভায় তাদের আসন ধরে রাখতে পেরেছেন।
এর মধ্যে অন্যতম শশী থারুর। তিনি তার লোকসভার আসনটি ধরে রাখতে পেরেছেন। বাম অধ্যুষিত একমাত্র কেরালা রাজ্যে বিজেপি তেমন একটা ভালো ফলাফল করতে পারেনি। এই রাজ্যের থিরুভানাথাপুরাম আসন থেকে শশী থারুর বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাজাগোপাল তার কাছে হেরে গেছেন।
১৬তম লোকসভা নির্বাচন নয়টি ধাপে ভোটগ্রহণ হয়। ৭ এপ্রিল প্রথম ধাপে ছয়টি আসনে ভোটগ্রহণ হয়। ৯ এপ্রিল দ্বিতীয় ধাপে ছয়টি আসনে, ১১ এপ্রিল ৯১টি আসনে, ১২ এপ্রিল ৭ আসনে, ১৭ এপ্রিল ১২১ আসনে, ২৪ এপ্রিল ১১৭ আসনে, ৩০ এপ্রিল ৮৯ আসনে, ৭ মে ৬৪ আসনে এবং ১২ মে ৪১টি আসনে ভোটগ্রহণ করা হয়। আর ১৬ মে ভোট গণনা এবং বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
প্রায় ১২৭ কোটি জনসংখ্যার দেশে ৮১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৫৫ কোটি।
ভারতের নির্বাচন কমিশন জানায়, সারা দেশে মোট ৯৮৯টি কেন্দ্রে এবার ভোট গণনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ১৬, ২০১৪