ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্রাজিলের সাফল্য কামনায় কলকাতায় যজ্ঞ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, জুন ১৭, ২০১৪
ব্রাজিলের সাফল্য কামনায় কলকাতায় যজ্ঞ

কলকাতা: দুই ধর্মের মিলন ঘটিয়েছে ফুটবল। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় পর্বের খেলায় জিততে খ্রিস্টান প্রধান ব্রাজিল দলের জন্য হিন্দু মতে যজ্ঞ করা হলো কলকাতায়।



ব্রাজিল-মেক্সিকো ম্যাচের জন্য রীতিমত পুরোহিত ডেকে যজ্ঞ করলো ব্রাজিলের ভক্তরা। দক্ষিণ কলকাতার ই যজ্ঞে মন্ত্র পাঠ করে ব্রাজিলের জয় প্রার্থনা করা হয়েছে।

ব্রাজিলের পতাকা, গোটা দলের ও খেলোয়াড়দের বেশ কিছু ছবি নিয়ে ঢাক-ঢোল, কাঁসা, ঘণ্টাসহ প‍ূজাপাঠ করা হয়।

ভক্তদের প্রত্যাশা, এই প্রার্থনার ফলেই মাঠে দুরন্ত ফুটবল খেলবে ব্রাজিল।

ব্রাজিলের জেতার জন্য নিয়ম মেনে উপবাসও করেছেন অনেক ভক্ত।

পূজা শেষে ওই এলাকায় প্রসাদের মিষ্টি বিতরণ করা হয়।

বিশ্বকাপের সব কয়টি খেলার আগেই ব্রাজিল দলের মঙ্গল কামনায় এই যজ্ঞের আয়োজন করবেন বলে জানিয়েছেন ভক্তরা।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ১৭ জুন , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।