ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্ষণ-হত্যার হুমকি

তাপসের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, জুলাই ২৮, ২০১৪
তাপসের বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের তাপস পাল

ঢাকা: বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যা ও ধর্ষণের হুমকি দেয়ায় তাপস পালের বিরুদ্ধে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে এফআইআর দায়ের করতেও পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।



গত ৩০ জুন বিরোধী সিপিএম কর্মীদের হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে ব্যাপক সমালোচিত হন তৃণমূল কংগ্রেস থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া অভিনেতা তাপস পাল। এমনকি গণমাধ্যমের সামনেই বিরোধী নেতাকর্মীদের ঘরে ঘরে দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে তাদের নারীদের ধর্ষণের হুমকিও দেন তিনি।

টেলিভিশন চ্যানেলগুলোতে এই ফুটেজ প্রচার হওয়ায় পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার মুখে তাপস পাল পরবর্তীতে তার বক্তব্যের জন্য ক্ষমা চান।

তবে ক্ষমা চাইলেও বিষয়টি যে সহজে মিটছে না, হাইকোর্টের এই নির্দেশে তা পরিষ্কার।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।