ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় উৎসব মাতালো পল ককসের ‘ফোর্স অফ ডেস্টিনি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
কলকাতায় উৎসব মাতালো পল ককসের ‘ফোর্স অফ ডেস্টিনি’

কলকাতা: কলকাতার পুরনো বন্ধু অস্ট্রেলিয়ান পরিচালক পল ককসের চলচ্চিত্র তুমুল উৎসাহ নিয়ে দেখলো কলকাতাবাসী। কলকাতা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে নন্দন প্রেক্ষাগৃহে দেখানো হয় ককসের ‘ফোর্স অফ ডেস্টিনি’।



বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যেয় ছবিটি প্রদর্শনীর কথা থাকলেও দুপুর থেকেই দেখার জন্য পড়ে দীর্ঘ লাইন।

ছবিটি দেখার জন্য টলিউডের তারকাদেরও উৎসাহ ছিল যথেষ্ট। এদিন নন্দনে এসেছিলেন টলিউডের দুই পরিচালক গৌরব পাণ্ডে ও অনীক দত্ত, অভিনেতা রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিকসহ আরও অনেকে।

১৯৭১ সালে এই অস্ট্রেলিয়ান পরিচালক কলকাতাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। আর ২০১৪ সালে তৈরি ‘ফোর্স অফ ডেস্টিনি’-তে তিনি তুলে এনেছেন মানবিকতার জয়যাত্রা।

ছবিটির আকর্ষণের আরেকটি কারণ ছিলেএর মুখ্য চরিত্রে রয়েছেন তিন ভারতীয় সাহানা গোস্বামী, সীমা বিশ্বাস ও মোহন আগাসে।

ছবিটি দেখতে এত মানুষের ভিড় হয় যে শেষ পর্যন্ত প্রদর্শনের সময় হলের দরজা খুলে রাখতে হয়।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পল ককস বলেন তার ছবি নির্মাণের নানা কথা। কলকাতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এই শহর যেন হারিয়ে ফেলেছে তার প্রাণ। এখন কলকাতায় আসতে দুঃখই হয়।

কলকাতা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনটি ছিলো চলচ্চিত্রপ্রেমীদের আড্ডা,পরিচালকদের আলোচনায় মুখর।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।