ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাহুল গান্ধী কোথায়?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
রাহুল গান্ধী কোথায়? রাহুল গান্ধী

কলকাতা: ছয় সপ্তাহ কেটে গেলেও কোনো খোঁজ নেই কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর। কেউ জানেন না কোথায় আছেন ভারতের রাজনীতির সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ পরিবারের অন্যতম সদস্য।



‘নিরুদ্দেশ’ রাহুলকে ঘিরে ভারতের রাজনীতিতে এখন চলছে নানা জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছে, ভারতের প্রধান বিরোধী দলের সহসভাপতি কি তবে রাজনীতি থেকে উৎসাহ হারাচ্ছেন?

যখন জমি বিলের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লোকসভায় কংগ্রেস তীব্র আক্রমণ চালাচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে, ঠিক সেই সময়ে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাহুল গান্ধী তার ছুটি ঘোষণা করেছিলেন।

ছুটি রাহুল গান্ধী আগেও নিয়েছেন কিন্তু জমি বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় লোকসভায় তার অনুপস্থিতি কংগ্রেসকে কিছুটা দুর্বল করেছে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এইবারের ছুটির সময়টিও যথেষ্ট দীর্ঘ এবং গোপনীয়তায় মোড়া।

বিশ্ব নেতাদের গোপন জায়গায় ছুটি কাটানোর ঘটনা রাজনৈতিক ইতিহাসে নতুন নয়। কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দশ দিনের জন্য নিখোঁজ ছিলেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২০১৪ সালের অক্টোবর মাসে চল্লিশ দিনের জন্য আড়ালে চলে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।