ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সত্যজিৎ রায়ের সহধর্মিণী বিজয়া রায় আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ২, ২০১৫
সত্যজিৎ রায়ের সহধর্মিণী বিজয়া রায় আর নেই

কলকাতা: মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সহধর্মিণী বিজয়া রায়। ৯৮ বছর বয়সে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার (২ জুন) মারা যান তিনি।



ফুসফুসের সংক্রমণের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিডনি এবং শ্বাসনালীতেও তার সমস্যা দেখা দিয়েছিলো বলে জানা যায়।

বিজয়া রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পাওয়ার পরেই তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ভাগ্নি বিজয়া রায় ছোটবেলা থেকেই গান বাজনায় উৎসাহী ছিলেন। সত্যজিৎ রায় প্রকাশিত ‘সন্দেশ’ পত্রিকার বিভিন্ন কাজে তিনি সাহায্য করতেন। ছেলে সন্দীপ রায়ও বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ।

বিজয়া রায়ের মৃত্যুতে শিল্প সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।