ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশে আসছেন সোহম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুন ৮, ২০১৫
বাংলাদেশে আসছেন সোহম সোহম

কলকাতা: ভারতীয় বাংলা চলচ্চিত্রের নায়ক সোহম আগামী ১৪ জুন আসছেন বাংলাদেশে। দুই বাংলার যৌথ উদ্যোগে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি।

তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী মীম।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন পশ্চিমবঙ্গের রানা সরকার এবং বাংলাদেশের প্রযোজক কিব্রা লিপু। তবে ছবিটির নাম এখনও ঠিক হয়নি।

বাংলাদেশে এ ছবির জন্য একটি ফটো শুটে অংশ নেবেন মীম এবং সোহম। এই প্রথম দুই বাংলার যৌথ উদ্যোগে একই পর্দায় দেখা যাবে মীম এবং সোহমকে।

ছবিটি দুই বাংলার দর্শকদের কাছে সমান জনপ্রিয় হবে বলে প্রত্যাশা করছেন বিনোদনপ্রেমীরা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।