ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক সংসদের সভাপতির রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রকের অধীন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে রদবদল করছে নয়া সরকার।

মহাকরণ সূত্রে জানা গেছে, দীর্ঘ দু‘ দশক ধরে যাদবপুর বিশ্ববিদ্যায়ের লাইব্রেরি সায়েন্সের অধ্যাপিকা  চৈতালী দেবী মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি হতে চলেছেন।

বর্তমান সভাপতি অঞ্জন সেনগুপ্তর পরিবর্তে তিনি আসছেন।

অন্যদিকে, রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি হচ্ছেন মুক্তিনাথ চট্টোপাধ্যায়।

বর্তমান সভাপতি ওঙ্কার সাধন অধিকারীর পরিবর্তে তিনি দায়িত্ব নিতে চলেছেন। মুক্তিনাথ চট্টোপাধ্যায় কলকাতার চারুচন্দ্র কলেজের সাবেক অধ্যাপক।

উল্লেখ্য, রাজ্যে নয়া সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দিশা দিতে বিভিন্ন কমিটি তৈরির পাশাপাশি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সংস্থার শীর্ষ আধিকারিকদের পরিবর্তে নতুন মুখ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই পথ ধরেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদে পরিবর্তন ঘটতে চলেছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।