কলকাতা: রাজ্যের জঙ্গলমহলের প্রত্যন্ত দূর্গম এলাকার অধিবাসীদের জন্য স্বাস্থ্য পরিষেবা তুলে দিতে এবার ভ্রাম্যমান চিকিৎসার জন্য একটি টিম গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।
মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই এই টিমটি গঠন করা হচ্ছে বলে মহাকরণ সুত্রের খবর।
সুত্রটি আরও জানাচ্ছে, জঙ্গলমহলে ২৩ টি এমন ব্লক আছে যেখানে কোনও প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নেই। এর ফলে নূন্যতম সরকারি পরিষেবা থেকে তারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়ে আসছেন। সেই সব এলাকাগুলিতেই কাজ করবে এই ভ্রাম্যমান চিকিৎসার টিম। এই টিমে প্রাথমিক চিকিৎসা থেকে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা থাকছে।
এর জন্য বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থার কাছে টেন্ডার নেওয়ার কাজও শুরু হয়েছে।
১৮ জুলাইয়ের পর এই টেন্ডার খোলা হবে। রাজ্য সরকার চাইছে আগামী অগাস্ট মাস থেকেই এই পরিষেবা ২৩টি ব্লকে চালু করতে।
বাংলাদেশ সময়: ০১৪২ ঘন্টা, জুলাই ০৬, ২০১১