ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জেলবন্দি ৩ শীর্ষ মাও নেতার সঙ্গে রাজ্য সরকারকে আলোচনার প্রস্তাব

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

কলকাতা: রাষ্ট্রদ্রোহিতাসহ বিভিন্ন মামলায় বিচারাধীন পশ্চিমবঙ্গের জেলবন্দি ৩ শীর্ষ মাও নেতার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব রাজ্য সরকারকে দিল মাওবাদীরা। শুক্রবার  লিখিত ভাবে এই প্রস্তাব রাজ্য সরকারে দিয়েছেন মাওবাদী নেতা বিক্রম।



শীর্ষ নেতা বিক্রম জেলবন্দি মাওবাদী নেতা সুদীপ চোংদার, পতিত পাবন হালদার ও হিমাদ্রি সেনের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রীর কাছে।

এই প্রস্তাবে পরোক্ষভাবে এ ৩ নেতাকে মুক্তি দেওয়ার কথা বলে, বলা হয়েছে,‘ রাজ্য বিধানসভার নির্বাচনের পর থেকে জঙ্গলমহলে কার্যকলাপ বন্ধ রেখেছে মাওবাদীরা। অর্থাৎ এখন অঘোষিত যুদ্ধ বিরতি চলছে। এতদিন সেখানে ইচ্ছা করলেই আলোচনায় বসতে পারত রাজ্য সরকার। কিন্তু তা করা হয়নি। ’

আলোচনায় বসার প্রস্তাব দিলেও রাজ্য সরকারে সদিচ্ছা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিক্রম।

বাংলাদেশ সময় : ১২৩২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।