ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় তৃণমূল নেতা মুকুল রায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ৩, ২০১৬
আগরতলায় তৃণমূল নেতা মুকুল রায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার আগরতলা সফরে গেছেন তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় নেতা মুকুল রায়।

শুক্রবার (০৩ জুন) আগরতলায় পৌঁছান তিনি।

এরপরই তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা শাখার ছয় বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এদিন স্থানীয় সময় বেলা ১০টা নাগাদ প্লেনে করে কলকাতা থেকে আগরতলা আসেন। তাকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন তৃণমূলে কংগ্রেসের দুই বিধায়ক সুদীপ রায় বর্মণ ও আশীষ সাহা। সঙ্গে ছিলেন যুব নেতা সুশান্ত চৌধুরীও।

বিমানবন্দর থেকে মুকুল রায় প্রথমে যান রাজধানীর কুঞ্জবন এলাকার সুদীপ বর্মণের সরকারি এম এল এ হোস্টেলে। সেখানে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস দলের আরও চার বিধায়ক দিবাচন্দ্র রাংখল, জিতেন সরকার, বিশ্ববন্ধু সেন ও প্রাণজীৎ সিংহ রায়। দীর্ঘক্ষণ ধরে চলে তাদের রুদ্ধদ্বার বৈঠক।

বৈঠক শেষে মুকুল রায় সহ কংগ্রেসের বিক্ষুব্ধ ছয় বিধায়ক মিলে যান কংগ্রেস দলের আরও এক বিধায়ক দিলীপ সরকারের বাধারঘাটের বাড়িতে। সেখানে মুকুল রায় ও দিলীপ সরকার দীর্ঘ সময় একান্তে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুকুল রায়ের ক্ষুদ্র উত্তর, ‘নো কমেন্ট। ’ শেষে জানালেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। এই বিষয়ে পরে কথা বলা হবে। ’

সন্ধ্যায় প্লেনে ফের কলকাতায় ফিরে যাবেন মুকুল রায়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৬।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।