ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার টলিউডে স্টুডিওতে আগুন: আহত ৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১
কলকাতার টলিউডে স্টুডিওতে আগুন: আহত ৮

কলকাতা: কলকাতার ঐতিহ্যবাহী টালিগঞ্জের স্টুডিও পাড়ায় সোমবার সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এই আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে একটি স্টুডিওর ফ্লোর।



এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড সংলগ্ন ভারতলক্ষী স্টুডিওতে একটি ফ্লোরের অংশে প্রথম এই আগুন লাগার ঘটনাটি ঘটে। সেই সময় স্টুডিওটির সবকটি ফ্লোরে চলছিল টিভি নাটকের শুটিং।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনায় আশেপাশের বহুতল বাড়িগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের ১৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দমকল কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়েছে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না এই স্টুডিওতে। মিটার বক্স থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

স্টুডিও সূত্রে জানা গেছে, এই ঘটনায় বহু গুরুত্বপূর্ণ নথী পুড়ে গেছে, এছাড়ার বহু নাটকের সেটও পুড়ে গেছে।

ভারতীয় সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।