ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মওসুমের সবচেয়ে বেশি বাংলাদেশি ইলিশ পেট্রাপোলে

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
মওসুমের সবচেয়ে বেশি বাংলাদেশি ইলিশ পেট্রাপোলে

কলকাতা: এই বছরের এ মওসুমের সবচেয়ে বেশি বাংলাদেশি ইলিশ শনিবার বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পেট্রাপোল স্থলবন্দর হয়ে পশ্চিমবঙ্গে এসেছে।

এদিন দুপুরে ৮টি ট্রাকে ২০টন ইলিশ মাছ পেট্রাপোল স্থলবন্দর এসে উপস্থিত হয়।

এসব ইলিশ চাঁদপুর থেকে সরাসরি পেট্রাপোলে আনা হয়। আমদানিকরা ইলিশ মাছগুলি ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের।

আমদানিকারক ব্যবসায়ী বাপ্পা ঘোষ এদিন পেট্রাপোল স্থলবন্দরে বলেন,‘ এটাই এই মওসুমের সবচেয়ে বড় চালান। এখান থেকে ইলিশ চলে যাবে কলকাতার পাতিপুকুর ও হাওড়ার পাইকারি মাছবাজারে। প্রতি কেজির দাম পড়বে ৩০০ থেকে ৩৫০ রুপি। ’

এদিকে এত পরিমাণ ইলিশ আমদানি খুশি স্থলবন্দরের মানুষজন। খুশি পণ্য খালাশের দায়িত্বে থাকা মালবাহকরা। কারণ তারাও আমদানিকরাকদের কাছ থেকে একটি করে ইলিশ উপহার পেয়েছন।

মালবাহক তাহজো খান বলেন,‘ আমরা খুব খুশি অনেক মাছ আইছে। আরও খুশি একটা কইরা মাছ পাইছি বলে। ’


ভারতীয় সময়: ১৮০৫ঘন্টা, জুলাই ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।