কলকাতা: কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের ৫০ লাখ রুপির জীবনদায়ী (ক্যান্সার) ওষুধ ‘মরফিন’ নষ্ট হওয়ার ঘটনায় সাবেক বামফ্রন্ট সরকারকে দায়ী করল হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের অধিকর্তা জয়দীপ বিশ্বাস শনিবার অভিযোগ করেন, সাবেক বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘসূত্রিতার জন্যই এতো টাকার জীবনদায়ী ওষুধ নষ্ট হয়েছে।
এ দিন তিনি বলেন, ‘২০০৪ সাল থেকেই ওষুধগুলি হাসপাতালে পড়েছিল। বার বার করে হাসপাতালের পক্ষ থেকে এই ওষুধ অন্য রাজ্যে রপ্তানি করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। ’
তিনি সাবেক বাম সরকারকে দায়ী করে বলেন, ‘গত সরকারের স্বাস্থ্য মন্ত্রকের এই টেবিল থেকে ওই টেবিলে ফাইল যেতে এতোই সময় লেগে যেতো যে এই বিষয়ে আমরা অনুমতি পাইনি। এজন্যই এতো টাকার জীবনদায়ী ওষুধ নষ্ট হয়েছে’।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১১