ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আন্তর্জাতিক মানের রবীন্দ্র গবেষণা কেন্দ্র হবে

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১১
কলকাতায় আন্তর্জাতিক মানের রবীন্দ্র গবেষণা কেন্দ্র হবে

কলকাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণা করার জন্য একটি আন্তর্জাতিক মানের কেন্দ্র কলকাতার জ্যোতি বসু নগরীতে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শনিবার মহাকরণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এ কথা জানান মুখ্যমন্ত্রী।



এদিন তিনি আরও বলেন, ‘এর জন্য হিডকোর চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙায় যে নতুন স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে, তা আগামী ৯ আগস্ট উদ্বোধন করা হবে। এর নাম রাখা হচ্ছে গীতাঞ্জলি। ’

পশ্চিমবঙ্গের পঞ্জিকা মতে আগামী ৮ আগস্ট ২২ শে শ্রাবণ। ওই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। তাই আগেই রাজ্য সরকারের সচিবালয় মহাকরণে রবীন্দ্র স্মরণ করলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি ছাড়াও কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের পূর্তমন্ত্রী ও পরিবহনমন্ত্রী সুব্রত বক্সী, কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি রাজ্যের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতম প্রমুখ।

ভারতীয় সময়: ২৩৪৫ ঘন্টা, আগস্ট ৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।